গার্মেন্টস কোয়ালিটি প্রশ্ন

গার্মেন্টস কোয়ালিটি প্রশ্ন বর্তমানে গুগলের একটি টেন্ডিং সার্চ । আমাদের দেশের সবচেয়ে বড় কর্মসংস্থানের মধ্যে একটি হলো গার্মেন্টস সেক্টর । প্রতিনিয়ত লক্ষ লক্ষ মানুষ কাজ করছে এই গার্মেন্টস শিল্পে। ভালো মানের পোশাক তৈরির কারনে বিশ্বের পরিচিত একটি নাম বাংলাদেশ । সারাবিশ্বে পোশাক শিল্পে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়।
 
তাই প্রতিনিয়ত গার্মেন্টস সংখ্যা বৃদ্ধি পেয়ে তৈরি হচ্চে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান। এই গার্মেন্টস সেক্টরের একটি অন্যতম কাজ হলো কোয়ালিটি। তাই অনেক গার্মেন্টসে কোয়ালিটি পদে চাকরি নেওয়ার কথা ভাবছেন। নতুন হিসাবে সব ধরনের কাজেই যোগদান করা একটু কষ্ট কর। সেখানে কোয়ালিটিও তার ব্যতিক্রম নয়।

তাই আজকের এই পোষ্টে আপনারা এমন কিছু প্রশ্ন ও উত্তর জানতে পারবেন যেটি শুধু গার্মেন্টস কোয়ালিটি প্রশ্ন ও উত্তর নয়, আপনি যদি সম্পুর্ণ পোষ্টি মনোযোগ সহকারে পড়েন তাহলে গার্মেন্টস কোয়ালিটি ভাইবা প্রশ্ন ও উত্তর আপনার কাছে অনেকটাই সহজ হয়ে যাবে।

তাছাড়াও আপনি যদি কোয়ালিটি কন্ট্রোলার পদে ইন্টারভিউ দিতে চান সেক্ষেত্রেও কোয়ালিটি কন্ট্রোলার এর ইন্টারভিউ প্রশ্ন উত্তর পেয়ে যাবেন আজকের এই পোষ্টে।

তাহলে চলুন আর কথা না বাড়িয়ে গার্মেন্টস কোয়ালিটি প্রশ্ন ও উত্তর জেনে নেয়া যাক-

গার্মেন্টস কোয়ালিটি প্রশ্ন ও উত্তর


১। প্রশ্নঃ কোয়ালিটি ইন্সপেক্টর (QI) কি?

উত্তরঃ কোয়ালিটি অর্থ গুনগত মান এবং ইন্সপেক্টর অর্থ পরিদর্শক। সুতরাং, কোয়ালিটি ইনস্পেক্টর অর্থ হলো গুনগত মান পরিদর্শক।

২। প্রশ্নঃ জিপারের অংশ কয়টি ?

উত্তরঃ জিপারের অংশ ৫ টি । 

৩। প্রশ্নঃ জিপারের ৫টি অংশের নাম লিখ? 

উত্তরঃ 

  1. Tape
  2. Teeth
  3. Runner
  4. Puller
  5. Stopper

৪। প্রশ্নঃ কয়েকটি পকেটের নাম লিখ?

উত্তরঃ

  • Plain pocket
  • Round pocket 
  • Squar pocket 
  • Noise pocket
  • Bon pocket

৫। প্রশ্নঃ ফিউজিং কত প্রকার ?

উত্তরঃ ফিউজিং ২ প্রকার।

৬। প্রশ্নঃ SPI কী?

উত্তরঃ STITCH PER INCH

৭। প্রশ্নঃ AQL এর পূর্ণ  রূপ কি? 

উত্তরঃ Acceptable Quality Lebel.

৮। প্রশ্নঃ নিডেল কত প্রকার ও কি কি?

উত্তরঃ  নিডেল ৩ প্রকার । 

  1. Sharp needle. 
  2. Boll point needle. 
  3. Universal needle.

৯। প্রশ্নঃ কয়েটি ওয়াসের নাম লিখ?

উত্তরঃ 

  • Normal wash
  • Enzyme wash
  • Stone wash
  • Silicon wash
  • Acid wash

১০। প্রশ্নঃ কয়েকটি পকেটের নাম লিখ?

উত্তরঃ

  • Plain pocket
  • Round pocket 
  • Squar pocket 
  • Noise pocket
  • Bon pocket

১১। প্রশ্নঃ ফিউজিং কত প্রকার ও কি কি?

উত্তরঃ ফিউজিং ২ প্রকার।

  • Cotton fusing. 
  • Paper fusing

১২। প্রশ্নঃ ট্রিম কার্ড কি?

উত্তরঃ স্টাইল শুরু করার জন্য যে সব পন্য বা উপাদান ব্যবহার করা হয় সেসব উপাদানের Approval card কে Trim card বলে ।

১৩। প্রশ্নঃ গার্মেন্টস কোয়ালিটির কাজ কি?

উত্তরঃ গার্মেন্টস কোয়ালিটির কাজ হল পন্যের গুণগত মান নিশ্চত করা।

১৪। প্রশ্নঃ ডিফেক্ট Defect কী?

উত্তরঃ Defect মানে সমস্যা বা ত্রুটি । একটি গার্মেন্টস চেক করার সময় যে সকল সমস্যা পাওয়া যায় তাকে ডিফেক্ট বলে। তা ছড়া বলা যায় Duplicate Counter Sample এর সাথে গার্মেন্টস এর যে অংশের অমিল থাকে তাই Defect।

১৫। প্রশ্নঃ ডিফেক্ট কত প্রকার কি কি? 

উত্তরঃ ডিফেক্ট ৩ প্রকার । যথা

  1. মাইনোর ডিফেক্ট (Mainor defect) 
  2. মেজর ডিফেক্ট (Major defect)
  3. ক্রিটিক্যাল ডিফেক্ট (Critical defect)

১৬। প্রশ্নঃ মাইনোর ডিফেক্ট (Mainor defect) কী?

উত্তরঃ যে সকল DEFECT সহজে চোখে পড়ে না এবং এর দ্বারা Buyer এর নিকট হতে কোন Clam বা অভিযোগ আসার সম্ভাবনা নেই তাই Mainor Defect ।

৫টি মাইনোর ডিফেক্ট 

UNEVEN STITCH

UNCUT THRADE

LOSSE THRADE

SKIP STITCH

LITEL SPOT

১৭। প্রশ্নঃ মেজর ডিফেক্ট (Major defect) কী?

উত্তরঃ যে সকল Defect সহজেই চোখে পড়ে, এবং এর দ্বারা Buyer এর নিকট হতে Clam বা অভিযোগ আসার সম্ভাবনা থাকে তাই মেজর ডিফেক্ট ।

৫টি মেজর ডিফেক্ট

BROKEN STITCH

DOWN STITCH

SKIP STITCH

PLEAT

RAWEDGE OUT

১৮। প্রশ্নঃ ক্রিটিক্যাল ডিফেক্ট (Critical defect) কী?

উত্তরঃ যে সকল Defect Buyer এর নিকট ঝুকিপূর্ন, এবং এই Defect এর জন্য Order Cancle হওয়ার সম্ভাবনা থাকে তাই Critical Defect ।

৫টি ক্রিটিক্যাল ডিফেক্ট

SHARP STITCH

NEDLE BROKEN

LABEL COMPOSITION MISTAKE

COUNTRY MISTAKE

GMT'S A PR

১৯। প্রশ্নঃ গার্মেন্টস (Garments) অর্থ কি ?

উত্তরঃ গার্মেন্টস অর্থ পোশাক।

২০। প্রশ্নঃ DHU এর পূর্নরুপ কি?

উত্তরঃ DEFECT PER HUNDRED UNIT

২১। প্রশ্নঃ DHU বের করার সূত্র লিখ?

উত্তরঃ সূত্র = total defect * 100/ total check QTY

উদাহরনঃ মনে করি, ১৫০ পিস গার্মেন্টস চেক করে ১০ পিস defect পাওয়া গেছে তাহলে DHU কত হবে।

১০*১০০/১৫০=৬.৬৭%

২২। প্রশ্নঃ কিছু  Measurements Parts..

উত্তরঃ a. 1 inch= 2.54cm

b. 1 inch = 8 suta

c. 12 inch= 1 foot

d. 1 meter= 39.37inch

e. 1cm= 10mm

f. 1/8 = 1suta

g. 3/16 = 1.1/2 suta(দেড় সুতা)

h. 5/16=2.1/2 suta(আড়াই সুতা)

i. 1/32= » suta(পোয়া সুতা

২৩। প্রশ্নঃ প্যান্টের ১০ টি প্রসেস এর নাম লিখ?

উত্তরঃ1. Waist band

2. Loop

3. Front pocket

4. Front rise

5. Back pocket

6. Back rise

7. Inseam

8. Outseam/side seam

9. Bottom hem

10. Fly

২৪। প্রশ্নঃ কোয়ালিটির দায়িত্ব ও কর্তব্য কী?

উত্তরঃ a. সঠিক সময় কাজে যোগদান করতে হবে।

b. Discipline বজায় রেখে কাজ করতে হবে।

c. বায়ারের চাহিদা অনুযায়ী মান সম্মত গার্মেন্টস চেক করে Pass করতে হবে।

d. নিজের সকল কাজের রিপোর্ট করতে হবে। 

e. কোন সমস্যা বারবার আসলে তা অবশ্যই

২৫। প্রশ্নঃ কোয়ালিটি (QUALITY) Full Meaning কি?

উত্তরঃ QUALITY এর সাতটি বর্ণের আলাদা আলাদা অর্থ আছে । সেগুলো হলো- Q= Quite, U= unity, A= Ability, L= Liability, I= Intelligent, T= Truthful এবং Y= Youthfulness । সাধরনত কোয়ালিটি ফুল মিনিং কি এই প্রশ্নটি কোয়ালিটি ইন্টারভিউ এর ক্ষেত্রে করা হয়ে থাকে। 

আরো পড়ুনঃ কোয়ালিটির কাজ কী

আমাদের শেষকথা 

আজকের এই পোষ্টে আমরা ২৫টি গার্মেন্টস কোয়ালিটি প্রশ্ন ও তার উত্তর দিয়েছি। যেগুলো একজন নতুন কোয়ালিটি হিসাবে চাকরি নিতে বা একজন কোয়ালিটির এই প্রশ্ন ও উত্তর গুলো যেনে রাখা উচিত। আশাকরি আজকের পোষ্টি আপনাদের অনেক উপকের আসবে।

যদি পোষ্টি পড়ে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই পোষ্ট আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন। ধন্যবাদ..

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url